ঘোর সন্ধ্যায় রণক্ষেত্র জলপাইগুড়ি শহর, TMCP ও SFI এর লড়াই, গ্রেপ্তার দুই বাম নেতা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর ফলে মৃত্যু হওয়া স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে সঠিক তদন্তের দাবিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ হস্টেলে CCTV এর ব্যাবস্থা করার দাবি জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে Din of student এর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের উপর বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি আক্রমণ করে বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ কদমতলা মোড় থেকে এসএফআই পার্টি অফিস পর্যন্ত মিছিল করে এসএফআই পার্টি অফিস দখল করার ডাক দেয় বলে অভিযোগ।
তৃণমুল ছাত্র পরিষদের মিছিল শহরের ডি বি সি রোড স্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে পৌঁছলেই সেখানে উপস্থিত এস এফ্ আই কর্মীদের সঙ্গে বচসা থেকে রীতিমত মারামারি শুরু হয়ে যায়, ভর সন্ধ্যায় দুই ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার কারণে আতঙ্কিত হয়ে পরে পথ চলতি আম জনতা।
এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত বলে সংগঠন দুটির পক্ষ থেকে দাবী করা হয়েছে।
অপরদিকে এই ঘটনার পর পুলিশ উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠনের অন্যতম বাম নেতা জিয়াউর আলম, সিটু নেতা পীযুষ মিশ্রকে আটক করে।
এই প্রসঙ্গে জেলা সি পি আই এম সম্পাদক বলেন, আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো, আর পুলিশ আমাদের নেতাদেরই আটক করলো, এর জবাব পুলিশ কে দিতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊