বিজেপি জেলা সভাপতির বাড়ির সামনেই মঞ্চ বেঁধে বিক্ষোভ সমাবেশ করলো তৃণমূল কংগ্রেস

bjp



১০০ দিনের এবং আবাস সহ বেশ কিছু প্রকল্প কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ৬ ই আগস্ট রবিবার, অর্থাৎ আজ।

১০০ দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে বিজেপি এই অভিযোগ তুলে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই মোতাবিক জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর এলাকায় বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বাড়ির সামান্য দুরে বিশাল আকার মঞ্চ বেঁধে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, কে কোথায় সমাবেশ করবে তা ব্যাক্তি স্বাধীনতা। তবে তৃণমূল কংগ্রেস কোর্টের কথাও মানে না। তবে এই সমাবেশ বিষয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।

তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা বলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের অবস্থান চলছে। বাপি গোস্বামীর বাড়ির সামনে এই অবস্থান হচ্ছে না। আমরা কোন বিক্ষোভ করতে আসিনি এখানে। শান্তি পূর্ণ ভাবেই অবস্থান আন্দোলন চলেছে।