উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণে নিম্ন মানের কাজ, ক্ষোভ গ্রামবাসীদের
উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে তৈরি হচ্ছে বিল্ডিং। দিনহাটা এক নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট ফলিমারির উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মীয়মান বিল্ডিং এর মান নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের দাবি, কাজ সম্পন্ন হলে নিম্নমানের কাজের কারণে দ্রুত ভেঙে পড়তে পারে ভবনটি। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাস্থ্য পরিষেবা। নিম্নমানের কাজের সরেজমিনে তদন্ত এর জন্য ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নূর কাশিম হকের নেতৃত্বেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিককে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের।
তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য নূর কাশিম হক বলেন, ছোট পরিবারের উপ-স্বাস্থ্য কেন্দ্রের নির্মীয়মান বিল্ডিংটির কাজ খুবই নিম্নমানের। নিম্নমানের ইট দিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে। ঠিকমত জল দেওয়া হচ্ছে না।
দিনহাটা ওকড়াবাড়ি এলাকায় ছোট ফলীমারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবি দীর্ঘদিনের। দুই হাজারের বেশি মানুষ এই উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। এলাকার গর্ভবতী ও শিশুরা প্রাথমিক চিকিৎসার জন্য এখানেই আসে। তাদের টিকাকরণের কাজ ও এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দেখভাল করা হয়। সম্প্রতি রাজ্য সরকার দ্বিতল ভবনের নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই কাজ চলছিল। ছয় মাস ধরে এই দ্বিতল ভবন নির্মাণের কাজ চলছে।
গ্রামবাসীদের দাবি, গর্ভবতী মহিলা ও শিশুরা এই উপস্বাস্থ্য কেন্দ্রে যাবে। কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই ভবন তৈরি করা হচ্ছে। নিম্নমানের ইট দিয়ে এই ভবন তৈরি করায় শুরুতেই নর বড়ে ভবনটি। এই বিল্ডিং এর ভিত-ও কমজোরী হয়েছে। পরিমাণ মতো বালি ও সিমেন্ট দেওয়া হয়নি। এইভাবে দ্বিতল ভবনটি তৈরি হলে শীঘ্রই ভেঙে পড়তে পারে। তাই ওই বিল্ডিংয়ে গর্ভবতী মহিলা ও শিশুদের পাঠাতে সাহস পাবে না গ্রামবাসীরা। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত থাকবে তারা।
সূত্র মারফত জানা গেছে, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই ওই কাজের মান পরীক্ষা করবে বাস্তুকাররা। তারপরে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊