কন্যাশ্রী সন্মান ২০২৩ প্রাপক দিনহাটার সৌমিতাকে সম্বর্ধনা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের





দিনহাটা

যার ঝুলিতে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার অগুনতি সোনা-রূপা-ব্রোঞ্জের পদক ও সাথে গত ১৪ আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘কন্যাশ্রী সম্মান ২০২৩’ প্রাপক সৌমিতা সেন’কে সম্মাননা জানালো সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন’র ছাত্র-ছাত্রীরা।

সৌমিতার বাড়িতে গিয়ে তাকে চন্দনের ফোঁটা পরিয়ে, মঙ্গলদীপের আশীষ দিয়ে ও শঙ্খ ধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা পত্র দেওয়া হয়।

সৌমিতা বলেন আমার গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা মহাশয় পড়াশোনার সাথে সাথে আমাকে ক্যারাটেতে বেশি উৎসাহ দেন।