Sherlyn Chopra : সেক্সি রূপের পেছনে কোন রহস্য লুকিয়ে, তা জানিয়ে দিলেন শার্লিন নিজেই
নয়াদিল্লি: শার্লিন চোপড়া (Sherlyn Chopra) সেই বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন যিনি প্রায়শই তার বক্তব্যের জন্য খবরে থাকেন। নিজের বক্তব্য নিয়েও বহুবার বিতর্কের মুখে পড়েছেন তিনি। কিছুদিন আগেই আবারও শার্লিন চোপড়া (Sherlyn Chopra) তার নতুন বক্তব্য নিয়ে আলোচনায় চলে আসে। তিনি রাহুল গান্ধীকে বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। তবে এর সঙ্গে একটি শর্তও রেখেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
আজ এই নায়িকা (Sherlyn Chopra Video) তার রূপ সৌন্দর্যের গোপন রহস্য সবার সামনে নিয়ে এলেন। তার সেক্সি রূপের পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা জানিয়ে দিলেন সকলকে ।
তার পোস্ট করা ভিডিওতে (Sherlyn Chopra Video) দেখা যাচ্ছে তিনি একটি বোতলে করে দুধ পান করছেন। এই দুধ যে তার সেক্সি রূপের চাবিকাঠি তা তিনি তার ভিডিও দিয়ে বুঝে দেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুধে প্রচুর পরিমানে উপকারী উপাদান রয়েছে। দুধে প্রোটিন ছাড়াও ভিটামিন এ, বি১, বি২, বি১২ এবং ভিটামিন ডি রয়েছে। এছাড়াও ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট রয়েছে দুধে। অর্থাৎ, শরীর সুস্থ রাখার জন্য যে যে উপাদানগুলি অত্যন্ত প্রয়োজনীয়, তা সব কিছুই রয়ছে দুধে।
শার্লিন চোপড়ার এই ভিডিও (Sherlyn Chopra Video) সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। অভিনেত্রীর ভক্তরা ভিডিওটি (Sherlyn Chopra Video)পছন্দ করছেন।
The secret to my fitness!!! 🔥🔥🔥#FitnessMotivation pic.twitter.com/sTBRTQh24R
— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)🇮🇳 (@SherlynChopra) August 12, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊