PM Narendra Modi: নয়া সম্মান মোদীর মুকুটে, গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার সম্মান প্রধানমন্ত্রীকে
গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্রিকস সম্মেলন (BRICS Summit) সেরে একদিনের গ্রিস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৪০ বছর পর প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রেখেছেন গ্রিসে আর গ্রিসে পা রেখেই অনন্য সম্মানে সম্মানিত হলেন প্রধান মোদী।
প্রখ্যাত গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনারে (Grand Cross of the Order of Honour) ভূষিত করা হল ভারতীয় প্রধানমন্ত্রীকে। দেশের সমস্ত শিশুদের জন্য সেই সম্মান উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। সম্মান পেয়ে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন 'গ্রিসের মানুষের তরফে ভারতীয়দের প্রতি সম্মানের জন্য'।
১৯৮৩-এ গ্রিস সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কেটে গেছে ৪০ বছর। ২০২৩-এ গ্রিসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭৫ সাল থেকে এই সম্মান বিশ্বের বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছে গ্রিসের সরকার।
সম্মানপ্রাপ্তি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারোপৌলৌ ও গ্রিসের জনগণের কাছে কৃতজ্ঞ গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার সম্মানে ভূষিত করার জন্য। গ্রিসের মানুষদের ভারতীয়দের প্রতি সম্মান ও ভালবাসার পরিচায়ক এই সম্মান।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊