একই ঘটনার পুনরাবৃত্তি ! বাবার পর এবার মায়ের মৃতদেহ কয়েকদিন ধরে আগলে রাখলো কন্যা
মায়ের পচাগলা মৃতদেহ ঘরের ভেতরেই কয়েকদিন ধরে আগলে রেখেছিল কন্যা। ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতেই বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজপাড়া এলাকায়।
মৃত মহিলার নাম অঞ্জলি কর্মকার। তাঁর মেয়ে অনিন্দিতা কর্মকার মায়ের মৃতদেহ কয়েকদিন ধরেই ঘরের মধ্যে ফেলে রেখেছিল বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঠিক একবছর আগে গত ১৯ আগস্ট বাবা অজিত কর্মকারের মৃতদেহ তিন-চার দিন ধরে ঘরে মধ্যেই ফেলে রাখার অভিযোগ উঠেছিল এই কন্যার বিরুদ্ধে। তখন তাঁর মা অঞ্জলি কর্মকার বেঁঁচেছিলেন।
অজিত কর্মকার সরকারি দপ্তরের গাড়ি চালক ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন রোগের চিকিৎসা চলছিল তাঁর। তাঁর মৃত্যুর পর মৃতদেহ তিনদিন ধরে ঘরে মধ্যে ফেলে রাখায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল।
এবার মায়ের মৃতদেহ একইভাবে উদ্ধার হওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে হইচই পড়ে গেছে। এদিন দুপুরে অঞ্জলি কর্মকারের পচাগলা মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষ। মৃতার কন্যা অনিন্দিতা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানান এলাকার বাসিন্দারা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊