ভাত ছিটিয়ে দিনেদুপুরে টাকা ছিনতাই সিউড়িতে
পেনশন তুলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গায়ে এঁটো ভাত ছিটিয়ে এক বৃদ্ধের বাহাত্তর হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল সিউড়ি মসজিদ মোড় সেন্ট্রাল ব্যাঙক অফ ইন্ডিয়া ।
পেনশনের ৪৯০০০ টাকা এদিন ব্যাঙ্ক থেকে তোলেন ওই বৃদ্ধ। আগে থেকেই তাঁর কাছে কিছু ২৩০০০ টাকা সবমিলিয়ে ৭২০০০ টাকা খোয়া গেল বৃদ্ধর। অজয়পুর গ্রামের বৃদ্ধ গৌরীশঙ্কর চক্রবর্তী বলেন, "ব্যাঙ্ক থেকে পেনশন তুলি উনপঞ্চাশ হাজার টাকা, আগে তেইশ হাজার টাকা ছিল মোট বাহাত্তর হাজার টাকা ব্যাগে রাখি । ব্যাঙ্ক থেকে বেরোতেই গায়ে পড়ে এঁটো ভাত । একজন লোক ভাত গায়ে লেগে থাকার কথা বলে । তখন ব্যাগটা গাড়ীর উপর রেখে কলে জামা ধুতে যাই । ফিরে এসে দেখি ব্যাগটা নাই।'
বৃদ্ধ বলেন, 'ব্যাগ ছিনতাই হয়ে গিয়েছে । ব্যাগে বাহাত্তর হাজার টাকা ছিল । অতোগুলো টাকা হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম । থানায় জানিয়েছি । পুলিশ এসেছিল ।" ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊