মাতৃশক্তি শারদ সুন্দরী ও বাংলার গর্ব অ্যাওয়ার্ড শো
গত ১২ ই আগস্ট শনিবার কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো জয়ন্ত পর্বত ও পৃথা পর্বত এর উদ্যোগে ২৪ x৭ নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সুন্দরী ও বাংলার গর্ব অ্যাওয়ার্ড শো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা তথা ওপার বাংলার বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান। মাতৃশক্তি শারদ সুন্দরীর কুড়ি জন প্রতিযোগীনীদের মধ্যে প্রথম হন নক্ষত্র বসু, দ্বিতীয় শ্রুতি মিত্র এবং তৃতীয় হন সিমি তরফদার।
অভিনেত্রী জয়া আহসান তাদের মাথায় বিজয়ীনির মুকুট পরিয়ে দেন এবং সাথে সকল মডেল মেকআপ আর্টিস্টদের এবং আরো সকলের হাতে তিনি সার্টিফিকেট তুলে দেন।
এছাড়াও সাথে ছিলেন বিচারক মন্ডলী হিসেবে মডেল ঐন্দ্রিলা দে সরকার, ডিজাইনার শ্যামসুন্দর বসু, মধুমিতা গুপ্তা, মডেল ময়ূর জয়সওয়াল, বিউটিশিয়ান অনিন্দিতা দাসগুপ্ত। ডিজাইনার সোহিনী মন্ডল, ক্রুশ ফ্যাশন ওয়ার্ল্ড, লুনা রায় ও ডালিয়া দাসের সুন্দর সুন্দর কালেকশনে সেজে উঠেছিলেন মাতৃশক্তি শারদ সুন্দরীর প্রতিযোগিনীরা। এছাড়াও বেশ কয়েকটি ব্র্যান্ডের ডিজাইনার কালেকশনে একটি র্যাম্প হয় ডিজাইনার ইরানি মিত্র, প্রীতম পাল, সামসারা ডিজাইনের কালেকশনের র্যাম্প হয়।
এই অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন টলিউড টকিজ। অনুষ্ঠানের অফিসিয়াল ফুড পাটনার ভিকারাম চান্দমাল ওয়াও মোমো।বিউটি পার্টনার ভিএলসিসি, ইকরা ফ্যাশন, হিমাভান বিউটি। উপহার দিয়েছেন প্যাসিফিক ডিজাইন, ব্রহামান কুলটিয়া জুয়েলার্স, ওয়াল্ড ভিশন, প্রফেক্স, গ্লিটার ম্যাগাজিন, ক্রিয়েটিভ পার্টনার তিথি ক্রিয়েটিভ, SRL প্রোডাকশন হাউস, RAW management partner, আর জি সেলুলার, সিটি ইভেন্টস ও আরো অনেকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊