Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার, বাধ্যতামূলক মাতৃভাষা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার, বাধ্যতামূলক মাতৃভাষা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভা থেকে তিনটি ভাষার ফর্মুলার কথা জানালেন তিনি। প্রথমে থাকবে নিজের ভাষা অর্থাৎ মাতৃভাষা আর বাকি দুটি ভাষা যে যার নিজের মতো ভাষা বেছে নিতে পারে।



ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। ক্যাবিনেটে আলোচনা হয়েছে তিনটি ভাষার ফর্মুলা। যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তাঁরা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে 'তিন ভাষার ফর্মুলা মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।''


কয়েকদিন আগে মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অষ্টম শ্রেণি থেকে উচ্চতর ক্লাসে সেমিস্টার পদ্ধতি চালু করার কথা রয়েছে শিক্ষানীতি অনুসারে। আগামী তিন বছর ধরে ধাপে ধাপে চালু হবে সব প্রক্রিয়া এমনটাই খবর।




উচ্চশিক্ষার ক্ষেত্রে কেবল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়লেই অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিটের সুবিধা মিলবে। পাশাপাশি চার বছরের কোর্স চালু হবে। তবে ডিজিট্যাল বিশ্ববিদ্যালয় নয় অনলাইন কোর্স থাকবে তার চলছে নেতাজী সুভাষ ওপেনের মাধ্যমে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি (WB education policy) মেনে এখনই চার বছরের বিএড কোর্স চালু করবে না রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রাজ্যের নয়া শিক্ষা নীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code