Khela Hobe Dibas: আজ খেলা হবে দিবস, কীভাবে শুরু হল এই উদযাপন?

খেলা হবে দিবস


তৃণমূলের তৃতীয় সরকার গঠনের পর বিধানসভায় দাড়িয়ে খেলা হবে দিবসের ঘোষনা দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের। এরপর জানিয়েছিলেন ১৬ই আগস্ট খেলা হবে দিবস হবে বলে ঘোষনা দেন মুখ‍্যমন্ত্রী। তৃণমূলের তৃতীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 'খেলা হবে' স্লোগান। আর তারপরেই এই দিবস পালনের সিদ্ধান্ত ঘোষনা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।




একুশের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করেই নির্বাচনী রণক্ষেত্রে নেমেছিল তৃনমূল। আর নির্বাচনে নিজেদের সব রেকর্ড ভেঙে বিপুল জয় লাভ করে তৃতীয়বার ক্ষমতায় বসেছে তৃণমূল। এরপর বিধানসভায় দাড়িয়ে 'খেলা হবে' দিবসের উদযাপনের ঘোষনা দিয়েছিলেন মমতা।




বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন।' তোপ দেগে মুখ‍্যমন্ত্রী বলেন, ' পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা। ওরা বাংলাকে সম্মান দেয় না। বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে। খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।'



এবছর খেলা হবে দিবস রাজ্যের ৩৪৫টি ব্লকের পাশাপাশি ১১৯ টি পুরসভা ২৩ টি জেলা পরিষদ, কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ এবং আইএফএ অনুমোদিত ১১৬ টি ক্লাবে পালিত হবে। 



জানা গিয়েছে, খেলা হবে দিবস পালনের জন্য প্রত্যেক ইউনিট পিছু ১৫০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে ৮৩৪টি ইউনিটের জন্য ১ কোটি ২৫ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকায় ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রীড়া সরঞ্জাম বিলি, সাংস্কৃতিক অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে।