Chandrayaan 3: সফল চন্দ্রযান ৩ অভিযানে সামিল জলপাইগুড়ির কৌশিক, খুশির হাওয়া শহর জুড়ে

Chandrayaan 3
কৌশিকের মা সোনালি নাগ



চাঁদের দক্ষিন মেরুতে পা রাখলো ভারত । ইসরোর এই সফল অভিযানে নাম জুড়লো জলপাইগুড়ির।


সফটওয়্যার ইঞ্জিনিয়ার কৌশিক নাগের বাড়ি জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়ার। কৌশিকের বয়স (২৯) । আর কয়েকশো বিজ্ঞানী এবং অন্যান্য দের মধ্যে কৌশিক নাগও একজন । সফটওয়্যার ইঞ্জিনিয়ার কৌশিক ও সেই দলের একজন সদস্য।


চন্দ্রযান ৩ যখন চাঁদের দক্ষিন মেরুর মাটি স্পর্শ করলো টিভিতে সেই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠে কৌশিকের মা সোনালি নাগ । নিমেষেই এই খবর ছড়িয়ে পরে শহর জুড়ে।


ইতিহাস সৃষ্টি করা চন্দ্রায়ন ৩ সফল অভিযানে জলপাইগুড়ির এই কৃতি সন্তানের জন্য কৌশিকের পরিবার থেকে আপামর শহরবাসী গর্বিত। এইদিন রাতেই কৌশিকের মাকে মোহন্ত পাড়ার বাড়িতে এসে জেলা পুলিশের তরফে স়ংবধনা ও দেওয়া হয়।