Gaganyaan Mission: এবার মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ISRO!
২৩শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস গড়েছে ভারত। এর মধ্যেই পরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতি চলছে জোর কদমে (ISRO)। শোনা যাচ্ছে, জাপানের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে চন্দ্রযান ৪ অভিযান করবে ISRO। সেই আবহেই নয়া ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার মহাকাশে মানুষ পাঠাবে ইসরো ঘোষনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
'গগনযান' অভিযানে মহাকাশে মহিলা রোবট বা যন্ত্রমানবীকে পাঠানো হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এবছরের অক্টোবরেই তাঁর ট্রায়াল হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব হাতে থাকা জিতেন্দ্র সিংহ একটি চ্যানেলের আলোচনায় উপস্থিত হয়ে জানিয়েছেন অক্টোবরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ('গগনযানে'র)ট্রায়াল রয়েছে। তার পর যন্ত্রমানবী 'ব্যোমমিত্রা'কে মহাকাশে পাঠানো হবে।
জিতেন্দ্র জানান, অতিমারির কারণে 'গগনযান' অভিযানে পিছিয়ে গিয়েছে। এখন অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রথম দফার ট্রায়াল সেরে নেওয়ার কথা। মহাকাশে নভোচারীদের পাঠানোর চেয়ে, তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাই মেপে মেপে পা ফেলা হচ্ছে। জিতেন্দ্র বলেন, "ট্রায়ালের পর দ্বিতীয় পর্যায়ে মহাকাশে যে যন্ত্রমানবী পাঠানো হবে, মানুষের মতোই সব কাজ করতে পারবে সে। তাতে সব ঠিক থাকলে, মানুষ পাঠানোর কাজ শুরু করতে পারব আমরা।"
মহাকাশে মানুষ পাঠানোর এই মিশনকে গগনযান মিশন বলে অভিহিত করা হচ্ছে। মহাকাশে তিন জন মানুষ পাঠানোর কথা ভাবছে ইসরো। আবার সমুদ্রে অবতরণ করে তাঁদের সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনাও লক্ষ্য। সব ঠিক থাকলে ২০২৫-এ মহাকাশে মানুষ পাঠাবে ইসরো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊