Latest News

6/recent/ticker-posts

Ad Code

Flood Watch: আপনার এলাকায় বন্যা হবে? এবার মিলবে পূর্বাভাস

Flood Watch: আপনার এলাকায় বন্যা হবে? এবার মিলবে পূর্বাভাস

Flood Alert




গত সপ্তাহে এক্সট্রা ট্রপিকাল সাইক্লোল ও মৌসুমী বাতাস সক্রিয় প্রভাবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ব্যাপক পরিমান বৃষ্টিপাত ও ভূমিধস পরিলক্ষিত হয়েছে। প্রায় প্রতি বছরেই বিভিন্ন এলাকায় বন্যা হয়। তবে এবার থেকে কোন এলাকায় কবে বন্যা হবে তা আগে থেকেই জানা যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় জল কমিশন 'ফ্ল্যাড ওয়াচ' নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। সেই অ্যাপের মাধ্যমেই জানা যাবে পূর্বাভাস।



জানা যাচ্ছে এই অ্যাপ দেশের বিভিন্ন স্টেশনে বন্যার সম্ভাবনা সম্পর্কে সাত দিনের পরামর্শ প্রদান করবে। সাধারণত এই স্টেশনগুলি কেন্দ্রীয় জল কমিশন দ্বারা নিয়ন্ত্রিত ও রক্ষণাবেক্ষণ করা হয়। জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাপটি রাজ্য-ভিত্তিক অথবা নদী অববাহিকা ভিত্তিক বন্যার পূর্বাভাস দিতে সক্ষম ২৪ ঘন্টা আগেই। এমনকি সাত দিন আগে বন্যার সম্ভাবনার কথা জানাবে এই অ্যাপটি।'




CWC-এর চেয়ারম্যান কুশভিন্দর ভোহরা এক বিবৃতিতে বলেন, ‘ফ্লাডওয়াচ অ্যাপটি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ, গাণিতিক মডেলিং এবং রিয়েল-টাইম মনিটরিংপ্রযুক্তি ব্যবহার করে সঠিক এবং সময়মত বন্যার পূর্বাভাস প্রদান করতে পারে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বন্যা পরিস্থিতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন।’



গুগল প্লে স্টোর থেকেই এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপ ওপেন করলে ভারতের একটি মানচিত্র দেখা যাবে সেখান থেকেই জানা যাবে পূর্বাভাস। রঙিন বৃত্তের মাধ্যমে বন্যার ঝুঁকি নির্দেশ করা হয়েছে। 'সবুজ' বৃত্ত 'স্বাভাবিক' পরিস্থিতি নির্দেশিত হয়। হলুদ বৃত্ত দ্বারা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি গুরুতর পরিস্থিতি উপস্থাপিত হয়। এছাড়া কমলা অ লাল রঙের বৃত্ত দ্বারা 'গুরুতর' এবং 'চরম' বন্যা পরিস্থিতি উপস্থাপিত হয়েছে এই ডিজিটাল মানচিত্রে।



শুধু তাই নয় ওই বৃত্তগুলিতে স্পর্শ করলে সেই স্টেশনের বর্তমান জলস্তর, সর্বোচ্চ স্তর, বিপদ স্তর এবং সতর্কতার স্তর ইত্যাদি দেখা যায়৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code