৬ দফা দাবি জানিয়ে কোচবিহার রেল ষ্টেশনে দিনহাটা- কোচবিহার রেল যাত্রী সমিতি 

Deputation


দিনহাটা কোচবিহার রেল যাত্রী সমিতির কোচবিহার ইউনিটের তরফে কোচবিহার রেল স্টেশনের বাণিজ্যিক পর্যবেক্ষকের কাছে ১২ই আগস্ট গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হয়। বামনহাট - শিলিগুড়ি জংশন (ফালাকাটা হয়ে) পেসেন্জার জরুরি ভিত্তিতে চালু ও উত্তরবঙ্গ ট্রেনের কোচবিহারে স্টপেজ ও আরো ৬ দফা দাবিপত্র ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে পাঠানো হয়। ভবিষ্যতে এই স্মারকলিপির অনুলিপি প্রয়োজনে আরো উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন দিনহাটা-কোচবিহার রেল যাত্রী মঞ্চ। 




দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক ড. রাজা ঘোষ, অন্যতম বরিষ্ঠ সদস্য ও দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক শ্রী জয় গোপাল ভৌমিক, ড. তরুণ কান্তি চক্রবর্তী, শিক্ষক সুরজ চৌহান, উদয় বরুয়া, কামাখ্যা চক্রবর্তী, তাপস বর্মন, ধীরেন্দ্রনাথ বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। 



ড. ঘোষ জানান 'ভবিষ্যতে গণসাক্ষর সংগ্ৰহ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি, প্রয়োজনে শান্তি পূর্ন ভাবে পথসভা ইত্যাদি করা হবে'।