স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী
র্যাগিংয়ের বিরুদ্ধে বাম আমলে আইন তৈরি করা হয়েছিল রাজ্যে। কিন্তু ২০১৩ সালের পর সেই সংক্রান্ত কমিটির কাজ বন্ধ হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার রবিবার জলপাইগুড়ি তে এসে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সুজন চক্রবর্তী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি একজন প্রাক্তনি। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা স্বপ্নদীপের এমন মৃত্যুর ঘটনা ভাবাই যায় না। অনেক স্বপ্ন নিয়ে একটি ছেলে এখানে পড়তে আসে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে গভীরভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, প্রকাশ্যে আসা উচিত সম্পূর্ণ বিষয়।
অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অপরাধী। কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়িয়ে চলতে পারে না।
Ragging ta bondho kortei hbe
উত্তরমুছুনরেগিং এর চাপেই ছেলেটা মারা গেল।
উত্তরমুছুনKhoj Nile dekha jabe prottek ta clg r hostel a ragging kora hoi junior der ...kauke kom kora hoi ...r kauke beshi .. r clg a to bohiragoto Rao bhitore ase ragging kore newcommer der ...tabe sabar sathe hoi na ..jadavpur clg a jara jara ei ragging er sathe jukto r jara or mara jawar sathe jorito tader kora sasti hok jate r keu ragging korte sahos na pay
উত্তরমুছুন