নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিতে বিল আনছে কেন্দ্র
নির্বাচন কমিশন গঠন করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কমিটি, গত মার্চ মাসে এমনটাই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে সড়াতে এবার নয়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী। কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রীই।
গত মার্চে দেশের শীর্ষ আদালতে এক জনস্বার্থ মামলায় বিচারপতি বিচারপতি কে এম জোসেফ, অজয় রাস্তোগী, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের সমন্বয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কমিটি নির্বাচন কমিশন গঠন বা মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবে বলে জানায়। বেঞ্চ জানায়, অনেক রাজনৈতিক দলই ক্ষমতায় এসেছে। তবে তাদের কেউই নির্বাচন কমিশনের নিয়োগের জন্য আইন বা নির্দিষ্ট প্রক্রিয়া তৈরি করেনি। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে এই বিষয়ে আইন প্রণয়ন করা 'অনিবার্য প্রয়োজনীয়তা' বলে উল্লেখ করা হয়।
বেঞ্চ বলেছিল, 'গণতন্ত্র জনগণের ক্ষমতার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত... গণতন্ত্র সাধারণ মানুষের হাতে শান্তিপূর্ণ বিপ্লবকে সহজতর করে তুলবে। তবে তার জন্য নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে হবে। কোনও দুর্বল নির্বাচন কমিশন তাদের আসল দায়িত্ব পালন করতে পারবে না। ক্ষমতা দখলই অনেক সময়ে রাজনৈতিক দলগুলির মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু গণতন্ত্রে সরকারের কার্যক্রম ন্যায়পরায়ণ হওয়া উচিৎ।'
সম্প্রতি সুপ্রিমকোর্ট ও কেন্দ্রীয় সরকার একাধিক বিষয় নিয়ে সংঘাতে জড়িয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশকে খারিজ করতেই এই বিল আনছে কেন্দ্র এমনটাই মনে করছে অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊