জেল থেকে ছাড়া পেলেন দিনহাটার দাপুটে বিজেপি নেতা অজয় রায়

Ajay Roy



অবশেষে জেল থেকে ছাড়া পেলেন দিনহাটার দাপুটে বিজেপি নেতা অজয় রায়। আজ বিকেলেই জেল থেকে ছাড়া পান তিনি। প্রসঙ্গত কিছুদিন আগে বিজেপি নেতা অজয় রায় দিনহাটা থেকে বক্সিরহাট হয়ে আসামের দিকে যাওয়ার পথে বক্সিরহাটের জোড়াই মোড় এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর দিনহাটায় থানায় নিয়ে আসা হয়। 


বিজেপি নেতা অজয় রায় গ্রেফতার হওয়ার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে। গ্রেফতারির পরেরদিন আদালতে তোলা হলে জানা যায় পঞ্চায়েত নির্বাচনের রিপোলিং এর দিন দিনহাটা ১নং ব্লকের ডিসিআরসি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যালট বাক্স ঢোকানোর সময় স্ট্রং রুমের সামনে ঝামেলার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর পুলিশি হেফাজতে পাঠায় আদালত। 



এরপর জানা যায় আরও দুটি মামলা ছিল তাঁর নামে। অবশেষে আজ ছাড়া পেলেন তিনি। বিজেপি নেতা কর্মীরা অজয় রায়ের ছাড়া পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন। দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে জেল থেকে ছাড়া পেয়ে মন্দিরে মাথা ঠেকাতে দেখা যায় অজয় রায়কে।