ওভারটেক করতে গিয়েই বিপত্তি! চালক সহ দুটো গাড়িকে আটক পুলিশের


ওভারটেক, চালক,  গাড়ি, পুলিশ,



জলপাইগুড়ি : লরিকে ওভারটেক করতে গিয়েই ঘটল দুর্ঘটনা। তবে প্রানে বাচঁলেন চালক। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় এলাকায় ৩১ নং জাতীয় সড়কে একটি বড়ো লরিকে ওভারটেক করতে গিয়েই এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জলপাইগুড়ি কতোয়ালি থানার পুলিশ।

(ads1)

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জাতীয় সড়কে শিলিগুড়ির দিক থেক আসা একটি বড়ো লরি কুমারগ্রাম যাচ্ছিল। ঠিক সেই সময় একই দিকে যাওয়া একটি ছোটো চার চাকার গাড়ি লরিটিকে ওভারট্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ওই ছোটো গাড়িটি। তবে প্রানে বাঁচছেন ওই ছোটো গাড়ির চালক। 

(ads2)

ঘটনা ঘটার সাথে সাথে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং লোক জমায়েত হয়। এদিকে খবর পেয়ে কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌছায় কতয়ালি থানার পুলিশ। পুলিশ এসে চালক সহ দুটো গাড়িকে আটক করে থানায় নিয়ে যায়