স্বাধীনতা দিবসে বদলে গিয়েছে নেহরু সংগ্রহশালার নাম! কি হল নয়া নাম?
Prime Ministers Museum & Library (PMML)
‘নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি (এনএমএমএল) সোসাইটি’-র নাম আনুষ্ঠানিক ভাবে বদল করল নরেন্দ্র মোদী সরকার। নয়া দিল্লির তিনমূর্তি ভবনের ‘নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি (এনএমএমএল) সোসাইটি’-র নতুন নাম ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি’ (প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি বা পিএমএলএল সোসাইটি)।
ভারত সরকারের অধীন ওই স্বশাসিত প্রতিষ্ঠানটির পরিচালন সমিতির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানিয়েছে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছেন নৃপেন্দ্র। তাঁর কথায় গত ১৪ই আগস্ট এই নামকরণ হয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লেখেন, ‘‘দেশের প্রথম এবং সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছায়া সম্পর্কে মোদীর ভয় এবং নিরাপত্তাহীনতা রয়েছে। তাই নেহরুর উত্তরাধিকারের ঐতিহ্যকে মুছে দিয়ে ‘এন’ এবং বদলে ‘পি’ বসিয়েছেন।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊