National Film Awards: সেরা ছবি হিসেবে পুরস্কৃত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
আজ বিকেল ৫টা থেকে শুরু হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। (69th National Film Awards)। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ (PIB India’s Facebook Page) ও পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকে সরাসরি চোখ রাখা যাবে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ সেরা ছবি হিসেবে পুরষ্কার পেল 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'। National Film Awards
আর মাধবন পরিচালিত ও অভিনীত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' পেল সেরা ফিচার ফিল্ম। আজ দিল্লীতে বিকাল ৫টায় শুরু হয় ৬৯ তম জাতীয় চলচ্চিত্র উৎসব। সেই উৎসবে খুশির খবর পেল আর মাধবন। National Film Awards
এদিকে সেরা অভিনেতা পুরষ্কার পেয়েছে অল্লউ অর্জুন। সেরা অভিনেত্রী কৃতি শ্যানন ও আলিয়া ভট্ট। আজ খুশির মেজাজ বলিউডে। এছাড়াও ঘোষিত হয়েছে আরও একাধিক পুরুষ্কার। National Film Awards দেখুন পুরো তালিকা একনজরে -Full List Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊