Latest News

6/recent/ticker-posts

Ad Code

TMC Rajyasabha Candidates 2023 : রাজ্যসভায় ৬ প্রার্থীর নাম ঘোষণা তৃনমূলের

TMC Rajyasabha Candidates 2023 : রাজ্যসভায় ৬ প্রার্থীর নাম ঘোষণা তৃনমূলের

mamata



বাংলা থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগামী ২৪ তারিখ বাংলা থেকে রাজ্য সভায় 6 সংসদের জন্য নির্বাচন রয়েছে।


বর্তমান রাজ্যসভা সংসদ ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং দোলা সেনের পাশাপাশি রাজ্য সভায় তৃণমূল প্রার্থী করেছে বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলেকে। নতুন মুখ হিসাবে এলেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেল।


রাজ্যসভায় Trinamool Congress এর প্রার্থী তালিকা


1.ডেরেক ও’ব্রায়েন

2.দোলা সেন

3.সুখেন্দু শেখর রায়

4.প্রকাশ চিক বারিক

5.সামিরুল ইসলাম

6.সাকেত গোখেল


রাজ্যসভায় বাংলা থেকে ৭টি আসন শূন্য হয়েছে। ৬ জুলাই নির্বাচন কমিশন তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সম্ভবত ১১ তারিখ মঙ্গলবার তৃণমূল প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন।


সেই কারণে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রবিবার বিধানসভায় কিছু দলীয় বিধায়ককে ডেকে তাঁদের দিয়ে ফর্মে সই সাবুদ করিয়ে রেখেছেন প্রস্তাবক হিসাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code