রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত 


Job update


রাজ্যের একলব্য মডেল স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে যোগ্যতা মান পূরণ করতে পারলে আবেদন করতে পারেন।



পদার্থবিদ্যা, গণিত ও কম্পিউটার এই তিনটি বিষয়ে তিনটি শূন্যপদে হবে শিক্ষক নিয়োগ। এই পদ গুলিতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড সহ স্নাতকত্তোর হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে এমসিএ ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি বয়সের ক্ষেত্রে ৩০শে জুন ২০২৩ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ৪০-এর মধ্যে হতে হবে।



৯ই আগস্ট ২০২৩-এর মধ্যে gtrengagementemrsbirbhum2023@gmail.com ইমেইলে আবেদন জানাতে হবে। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের কপি একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে আবেদনকারীদের।