৫ ই আগস্ট ব্রিগেড সমাবেশের প্রস্তুতি মিছিল করলো SUCI
১৪ ই জুলাই, ২০২৩ কোচবিহার:
ভারতবর্ষের আপসহীন ধারার বিপ্লবী, সর্বহারার মহান নেতা, SUCI (C) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবর্ষের সমাপনী সমাবেশ ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ কোচবিহার শহরে কর্মী সভা ও শহর জুড়ে মিছিল সংঘটিত হয়।
জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার পরিক্রমা করে ক্ষুদিরাম স্কোয়ারে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জেলা সম্পাদক শিশির সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য অসিত দে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নৃপেন কার্যী, নেপাল মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা সম্পাদক শিশির সরকার বলেন, মেহনতী মানুষের মুক্তির দিশারী, মহান মার্কসবাদী দার্শনিক ও চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ এবছর। গত ৫ ই আগস্ট,২০২২ থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে কমরেড শিবদাস ঘোষের আদর্শকে জনমানসে তুলে ধরা হয়, আগামী ৫ ই আগস্ট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে দেশের ২৪ টি প্রদেশ অসংখ্য মানুষ উপস্থিত হয়ে ব্রিগেড ভরিয়ে তুলবে, সেই লক্ষ্যে আমরা কোচবিহার জেলা থেকে একটি সম্পূর্ণ ট্রেন রিজার্ভ করেছি। ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন্য কোচবিহার জেলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনকে আহ্বান জানাই আমাদের দলের পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊