Recruitment Scam: প্রাইমারীতে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা চাই, ইডি-সিবিআইকে কড়া নির্দেশ
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক ধাপ এগোল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যে সকল চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল শুক্রবার তাঁদের নামের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে ৪২৯৪৯ জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সে চাকরিপ্রার্থীদের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিংহ সিবিআই ইডিকে নির্দেশ দিয়েছেন যে, “প্রাথমিকে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা দ্রুত জমা দিন”।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত ভার রয়েছে ইডি (ED) এবং সিবিআই-এর (CBI) উপর। আগামী ২৯ আগস্টের মধ্যে দুই তদন্তকারী সংস্থাকে নামের সেই তালিকা জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি।
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Recruitment Scam Case) উঠেছিল দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ৩৫০ কোটি টাকার দুর্নীতির সন্ধান পেয়েছিল ইডি। টাকা দিয়ে অবৈধভাবে মিলেছে চাকরি। এদিকে যোগ্যপ্রার্থীরা বঞ্চিত।
নিয়োগ দুর্নীতি মামলায় ৪২,৯৪৯ জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে ৩২,০০০ জন শিক্ষকের চাকরি আগেই বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর পরেই নিয়োগ দুর্নীতি মামলার এজলাস বদল ঘটে। মামলা গিয়ে পড়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে মামালার এজলাস বদল ঘটলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে বহাল থাকেন বিচারপতি সিনহা। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামালা নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সিনহা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊