heavy rains: অতি বৃষ্টিতে ব্যাহত চা পাতার উৎপাদন
![]() |
file photo |
চা গাছ তার থেকে পাতা আর সেই পাতা থেকেই সুগন্ধি চা, চা প্রেমীদের এই আসরে এই মুহূর্তে ভিলেনের রূপ নিয়েছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিগত কয়েক বছর থেকেই বদলে গিয়েছে হিমালয়ের পাদদেশের পরিবেশ।
যার সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পাহাড় থেকে সমতলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা চা বাগানের ওপর।
কখনো ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার কখনো পুরো বর্ষা মৌসুমের বৃষ্টি মাত্র তিন মাসেই ঝড়ে পরা।
এবারেও জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়া ঝার চা বাগান সহ ডুয়ার্সের চা বলয়ে বদলে যাওয়া প্রকৃতির এই কুফল ইতিমধ্যেই সামনে এসেছে।
এই প্রসঙ্গে ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের ডেপুটি ম্যানেজার তথা ডুয়ার্স ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনে সচিব জীবন চন্দ্র পান্ডে বলেন, চা উদ্যোগ পুরোপুরি প্রকৃতি নির্ভর একটি শিল্প, তবে প্রকৃতির পরিবর্তন বর্তমানে আমাদের অনেকটাই সমস্যায় ফেলে দিচ্ছে প্রতি বছর।
অধিক বৃষ্টিতে কমে গিয়েছে চা পাতার উৎপাদন, বিগত কয়েক সপ্তাহ ধরেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বর্ষা,।
শহর সংলগ্ন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের শ্রমিক আক্ষেপ করে বলেন আগে এই সময় রোজ একশো কেজি পাতা তুলতাম, কিন্তু অধিক বৃষ্টিতে গাছে পাতা কম আমাদের ই লোকসান হচ্ছে, একদিকে যেমন ডব্লী হাজিরা মিলছে না তার সঙ্গে বাড়তি চা পাতা তুললে বাগান কর্তৃপক্ষ যে পুরস্কার দেয় সেটাও পাচ্ছি না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊