মহরম উপলক্ষ্যে কালো পাহাড়ি পীর স্থানে চাদর চড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ

Swapan debnath


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

মহরম উপলক্ষ্যে কালো পাহাড়ি পীর স্থানে চাদর চড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ। মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। বিশ্বব্যাপী মুসলমানরা নবি মহম্মদের নাতি এবং হযরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে শোক প্রকাশ করেন।



বিশ্বাস করা হয় যে, আশুরার দিনে আল্লাহ হযরত মুসা ও ইজরাইলের মানুষকে ফারাওর বাহিনীর থেকে রক্ষা করেন। এই দিনটিতে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিলে অংশ নেন। বলা হয় যে একসময় ইমাম হোসেন যে ব্যথা পেয়েছিলেন সেই কষ্টই তাঁরা ভাগ করে নিতে কেউ কেউ নিজের দেহে আঘাত করে সেই ব্যথার অনুভূতি ফিরিয়ে আনতে চান। প্রাথমিকভাবে কালো পোশাক পরে এই মিছিলে অংশগ্রহণ করে তাঁরা দিনটি পালন করেন। মিছিলে ‘ইয়া আলি’ এবং ‘ইয়া হোসেন’ বলতে শোনা যায় তাঁদের।



মহরম উপলক্ষ্যে এদিন প্রায় শতাধিক বছরের পুরোনো কালো পাহাড়ি পীর স্থানের মহরম উৎসব উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস, মন্ত্রী স্বপন দেবনাথ, পৌরপতি পরেশ চন্দ্র সরকার, সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখময় চক্রবর্তী সহ অন্যান্যরা।



এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন বর্ধমানের কালো পাহাড়ি পীর স্থানটি বহু পুরাতন। এই পিরস্থানে বহু মানুষ আসেন।মহরম উপলক্ষ্যে কালা পাহাড়ি পীর স্থানে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকেন।