আরও ১০দিন বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী
সদ্য অনুষ্ঠিত রাজ্য পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় রাজ্যে। রাজ্যে মনোনয়ন পর্ব থেকে ভোট গ্রহণের দিনেও অশান্তির চিত্র ফুটে ওঠে। এরপর ফল ঘোষনার পর উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় একাধিক এলাকায়। ভোটের ফল প্রকাশের পরেও দশদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দেয় আদালত। সেই সময় সীমা পেড়োনোর পর আবার আরও দশ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই খবর।
রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পরবর্তী হিংসা জারি রয়েছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আরও দশদিন রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সম্মতি প্রধান বিচারপতি টিএস শিবগননম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চের (Division Bench)।
জানা যায়, আদালত কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুল গুলির ক্ষতি নিয়ে জানতে চায় তখন রাজ্যের আইনজীবী জানায় হলফনামা আকারে তা জানানো হয়েছে। এদিকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরন্তর অসহযোগিতা করা হয়েছে। এখনও হচ্ছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে আপাতত আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। দফায় দফায় তাদের প্রত্যাহার করা হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্য যাতে কাঁধে কাঁধ দিয়ে তাদের সাথে কাজ করতে পারে সেই সুযোগ চান আদালতে।
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই আদালতে চলে মামলা। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্য নির্বাচন কমিশন। ভোট পরবর্তী হিংসা রুখতে ফল ঘোষনার পর দশ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊