৭০ অ্যাথলিটকে যৌন লালসার শিকার বানিয়েছেন! জেলে সহবন্দি কোপালো ১০ বার
৭০-র বেশি অ্যাথলিট যৌন লালসার শিকার হয়েছিলেন এক কুখ্যাত ডাক্তার ল্যারি নাসেরের (Larry Nassar)। রিপোর্ট অনুযায়ী, সিমোন বাইলস (Simone Biles), অ্যালি রেইসম্যান (Aly Raisman) ও ম্যাককায়লা মারোনের (McKayla Maroney) মতো ৭০ জন অ্যাথলিট এই নাম শুনলেই তাঁদের বুক কেঁপে ওঠে।
সর্বোচ্চ ১৭৫ বছরের হাজতবাসের সাজা হয়েছে এই কুখ্যাত ডাক্তারের। ২০১৮ থেকে ফ্লোরিডার ইউনাইটেড স্টেটস পেনিটেনটিয়ারি, কোলম্যানে রয়েছেন। সোমবার তাঁকে জেলেরই এক সহবন্দি জেলের মধ্যে ১০ বার কুপিয়েছে। এমনটাই রিপোর্ট মার্কিন মুলুকের মিডিয়ার। ইউএসএ জিমন্যাস্টিক্স দলের ডাক্তার ছিলেন তিনি।
৭০ জন অ্যাথলিট ছাড়াও ল্যারি শতাধিক শিশু ও অল্প বয়সী মহিলাদের ধারাবাহিক ভাবে যৌন নির্যাতন করা এই কুখ্যাত ডাক্তারের ঘারে ও বুকে কুপিয়েছে তাঁর সহবন্দই। নিরাপত্তা জনিত কারণে সেই সহবন্দির নাম সামনে আনা হয়নি। তবে প্রাণে বেঁচে আছেন ল্যারি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊