Breaking News: অভিষেক বন্দোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করলো হাইকোর্ট!
একুশের সভামঞ্চে দাঁড়িয়ে ২১শে জুলাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় ৫ই আগস্ট বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করার ডাক দেন। সেই মতোই প্রস্তুতি চালাচ্ছিলেন তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকরা। এদিকে অভিষেক বন্দোপাধ্যায় ৫ই আগস্ট বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই কর্মসূচিকে জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করে বাতিল করেন।
এদিন প্রধান বিচারপতির মন্তব্য 'কেউ যদি বলে যে কোথাও কোন বোমা রাখা আছে তাহলে কি পুলিশ পদক্ষেপ করবে না? রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়, এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে। দায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত'।
এদিন ২১শে জুলাই নিয়েও প্রধান বিচারপতি মন্তব্য করেন। মামলা চলাকালীন প্রধান বিচারপতি আরও বলেন, '২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি'।
আগামী ৫ই আগস্ট তৃণমূলের কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। ফলে এই কর্মসূচি বাতিলের পক্ষেই প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ১০ দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊