Latest News

6/recent/ticker-posts

Ad Code

Governor C. V. Anand Bose: 'মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ব্যবহার, চলছে অসাধু চক্র ' ফের বিস্ফোরক রাজ্য সিভি আনন্দ বোস

'মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ব্যবহার, চলছে অসাধু চক্র ' ফের বিস্ফোরক রাজ্য সিভি আনন্দ বোস


C V Ananda Bose



মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফের ব্যবহার করা হয়। অসাধু চক্র চলছে বাংলায়। ফের বিস্ফোরক বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কার্যত তোলপাড় ফেলল রাজ্যপালের মন্তব্য।



শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বিস্ফোরক, 'রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহারের অসাধু চক্র চলছে। এই সমস্ত ওষুধের উপর নতুন লেবেল লাগিয়ে, তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে'। এডিসি-র মাধ্যমে এই খবর পেয়েছেন মেইলে। শীঘ্রই এর তদন্তের কথা জানান রাজ্যপাল।



এদিন তিনি বলেন, “রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের একটা চক্র চলছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের উপর নতুন লেবেল লাগিয়ে বিক্রি চলছে। কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে। ওএসডি’র মাধ্যমে ই-মেল মারফত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ সত্যি হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত।”



রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই দাবি নিয়ে শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code