কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি

Malay Ghatak



কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও কয়লাকাণ্ডে মলয় ঘটককে জেরা করেছে ইডি। এর আগে পঞ্চায়েত ভোট রয়েছে বলে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ইডির কাছ থেকে আরও কিছুটা সময়ও চেয়েছিলেন মন্ত্রী। 




সূত্রের দাবি, এই নিয়ে মলয় ঘটককে বহু বার নোটিস পাঠাল ইডি। একবারই ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। এবার এজেন্সির তলবে মলয় ঘটক হাজিরা দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 



কয়লা মামলার তদন্ত সূত্রে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। ইডির তলব নিয়ে সুপ্রিমকোর্টেও গিয়েছিলেন মলয় ঘটক। ১৫দিন সময় নিয়ে মলয় ঘটককে তলব করার কথা জানায় আদালত। সেই মতো ইডির তরফে মেইল করলেও পরে পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত আছেন বলে জানিয়ে হাজিরা এড়িয়ে যান মলয় ঘটক। এবার ভোট মিটতেই ফের মলয় ঘটককে তলব করলো ইডি।