Dilip Ghosh: পদ খোয়ালেন দিলীপ ঘোষ, এবার মন্ত্রীত্ব নাকি শাস্তি?
বিজেপির কেন্দ্রীয় রাজনীতি থেকে বাদ পড়লো দিলীপ ঘোষের নাম। সর্বভারতীয় সহ-সভাপতির পদ থেকে সড়আনও হল দিলীপ ঘোষকে। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে জল্পনা। তবে কি এবার মন্ত্রীত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ নাকি শাস্তি? ফেরানো হতে পারে রাজ্য রাজনীতিতে? এমন প্রশ্ন জানা বেঁধেছে।
রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তরফে কেন্দ্রীয় পদারিকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই দিলীপ ঘোষের। আপাতত দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ, এই একটাই পরিচয়।
এই বিষয়ে দিলীপ ঘোষের কথায়, শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যারা লোকসভায় লড়বেন তাঁদের কর্মসমিতিতে রাখা হবে না তাই সড়ানো হয়েছে।
শনিবার সকালে বিজেপির জাতীয় কর্মসমিতির তালিকা প্রকাশ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊