জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ, রীতিমতো স্কুলের ভিতর ঢুকে পড়লো একটি শাবক হরিণ, উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Deer




জলপাইগুড়ি,জয়ন্ত বর্মণ


জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বেদগাড়া কলোনি এলাকা। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বেদগাড়া কলোনি এলাকার প্রাথমিক বিদ্যালয়েও ঢুকে পড়ে একটি শাবক হরিণ। বৃষ্টি ভেজা দিনে হরিণকে দেখতে একেবারে হুলুস্থুল কান্ড গোটা এলাকায়। 



একদিকে হরিণ দেখতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে দেখতে থাকেন হরিন। দীর্ঘ প্রচেষ্টার পর স্কুলের জানালা দরজা বন্ধ করে স্থানীয়রা হরিণটিকে পাকড়াও করে পরবর্তীতে বনদপ্তরের হাতে তুলে দেন।




স্থানীয় ও বনদপ্তরের অনুমান, বন জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে হরিন। তবে এটা নতুন কিছু নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল।