পঞ্চায়েত নির্বাচনে জালিয়াতি ও কারচুপি এবং লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে মিছিল CPIM-র
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-
মনোনয়ন থেকে গননা। পঞ্চায়েত নির্বাচনে জালিয়াতি ও কারচুপির বিরুদ্ধে এবং লাগামহীন তৃণমূলের সন্ত্রাসে রাজ্য জুড়ে মানুষের মৃত্যুর প্রতিবাদে বর্ধমান শহরের বড় নীলপুর মোর থেকে পার্কাস রোড পর্যন্ত কেন্দ্রীয় মিছিল করলো সিপিআইএম বর্ধমান ১ ও ২ এরিয়া কমিটি। এদিনের মিছিলের শেষে পার্কাস রোডে নির্বাচন কমিশনের কুশ পুতুলিকা দাহ করেন সিপিএম। এদিনের প্রতিবাদী মিছিলে পুরুষ মহিলা সহ প্রায় শপাঁচেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এদিনের মিছিলের শুরুতেই সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলির সদস্য অপূর্ব চাটার্জি বলেন, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও প্রত্যাহারের জন্য শাসক দল যে পরিমানে বামফ্রন্টের উপর চাপ সৃষ্টি করেছেন। এবং ভোটের দিন ও ফলাফলের দিন প্রশাসনের একটি বরো অংশ বিডিওরা নির্লজ্জ ভাবে হারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে।আর জেতা সিপিআইএমকে হারাতে সাহায্য করেছে। এবং ৪৮ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত গ্ৰাম পঞ্চায়েত ৯,০৩০ আসনের ফলাফল ঘোষণা করতে পরেনি এবং ৮৫২ টি আসনের এখনো গননা চলছে বলে জানিয়েছেন। এরই প্রতিবাদে আজ বর্ধমান শহরের নাগরিকরা আজ এক জোটে গনতন্ত্র হরনের যে অপচেষ্টা এবং প্রশাসনের একটা নির্লজ্জতার বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছে।
অপূর্ব বাবু বলেন, এর থেকেই বোঝা যাচ্ছে যে পেছন থেকে এটা কেউ কন্ট্রোল করছে। গ্ৰামে পঞ্চায়েতে কোন দল কতো আসন পেয়েছে তা জানাতেও ব্যার্থ হয়েছে রাজ্যের নির্বাচন কমিশন।এই কমিশনকে ধিক্কার জানাই সিপিআইএম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊