Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar News: ভোটের দিন সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল সাব ডিভিশনাল প্রেস ক্লাবের

ভোটের দিন সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল সাব ডিভিশনাল প্রেস ক্লাবের 

Cooch behar news



গতকাল রাজ্য পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহনের দিন উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক জায়গা। ভোটলুট থেকে শুরু করে ব্যালট বাক্স উধাও একাধিক খবর উঠে আসে। ভোটের দিনের হিংসায় বলি হয় একাধিক। নির্বাচনী হিংসায় আক্রান্ত হয় রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিক। আক্রান্ত ধূপগুড়ির একাধিক সাংবাদিকও। 



সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে এরই প্রতিবাদে কোচবিহার জেলার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের তরফে রবিবার দুপুরে সাগরদিঘি চত্তরে হল প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিল জেলার একাধিক জায়গার সাংবাদিক। আগামীতে ফল ঘোষনা আছে, আছে উৎসব সেই উৎসব যেন রক্তের উৎসবে না পরিণত হয় তারই দাবি জানিয়ে এদিন হয় এই ধিক্কার মিছিল।



প্রসঙ্গত, গতকাল পঞ্চায়েত নির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সাংবাদিক। ধূপগুড়িতে ছাপ্পা ভোটের খবর তুলতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় আট সাংবাদিক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code