Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে ৩ টি দফতরকে চিঠি CBI-র


CBI raids




নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে তিনটি দপ্তরকে চিঠি দিল সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছে সিবিআই এমনটাই খবর।



সূত্রের খবর, গ্রুপ সি ও ডি নিয়োগে ২০১৬-এ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এরপর ২০১৭-এ হয় ফল প্রকাশ। ২০১৮-এ উপদেষ্টা কমিটি গঠন করে ২০১৬-এর নিয়োগের দায়িত্ব তুলে দেওয়া হয়। সূত্রের খবর, ২ বছর পর কেন সেই দায়িত্ব উপদেষ্টা কমিটিকে দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের।



২০১৬-র জুন থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত স্কুল শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। কিছুদিন আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দুষ্মন্ত নারিয়ালা, শিক্ষা সচিব থাকাকালীন যেসব নিয়োগ হয়েছে তাতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে চায় সিবিআই এমনটাই সূত্রের খবর।



শিক্ষা সচিব মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম। প্রাক্তন শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। যারপরই তদন্তে গতি বাড়িয়ে এবার একসঙ্গে ৩ টি দফতরকে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।