বাসের চালকের হটাৎ শারীরিক অসুস্থতার ফলে  নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা


bus



আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর মোড় সংলগ্ন জিটি রোডের উপর পথ দুর্ঘটনা।

আসানসোল থেকে নিয়ামতপুর গামী একটি মিনবাসে ঘটে এই দুর্ঘটনা। খবর সূত্রে যানা গেছে যে মিনি বাসের চালকের হটাৎ শারীরিক অসুস্থতার ফলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে সজোরে ধাক্কামারে এবং হাইড্রেনে বাসের চাকা আটকে যায়।

তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনার জেরে বাসের চালক গুরুত্বর আহত হয় তাকে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনা গ্রস্ত মিনিবাসটিকে উদ্ধার করে নিয়ামত পুর ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও নিয়ামতপুর সাবট্রাফিক গার্ডের পুলিশ।

মিনিবাসটি রানীগঞ্জ ডিশেরগড় রুটের বলে যানা গেছে।