গননা কেন্দ্র থেকে ব‍্যালট বক্স ছিনতাই করে পালাবার সময় আটক এক মহিলা


বর্ধমানের জামালপুরে ভোট গননা কেন্দ্র থেকে ব্যালট বক্স চুরির চেষ্টায় আটক এক মহিলা। পঞ্চায়েতের ভোট বাক্স গণনা চলার সময় হঠাৎই এক মহিলা দুবান্ডিল ব্যালট ছিনতাই করে দৌড়ে পালায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং মহিলা পুলিশ তাকে আটক করে। 



তল্লাশি চালিয়ে দু বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করে। পরে জামালপুর থানার পুলিশ তাকে আটক করে। মহিলার নাম রুকসোনা মল্লিক। জামালপুরের পাঁচড়া এলাকার বাসিন্দা, তিনি তৃণমূলের এজেন্ট বলে জানা গেছে।