West Bengal Train Accident : আবারো ট্রেন দুর্ঘটনা , এবার বাঁকুড়ার ওন্দায়, ১৩ টি বগি লাইনচ্যুত
দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা রেলওয়ে ডিভিশনের অধীনে বাঁকুড়ার ওন্দার (Bankura Train Accident) কাছে দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে, এই সময় দুটি পণ্যবাহী ট্রেনের 13টি বগি লাইনচ্যুত হয়েছে। যার কারণে কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়েছে, আসানসোল থেকে আসা আশ্রম এক্সপ্রেস দীঘা, আসানসোল খড়গপুর মেমো এক্সপ্রেসও বাতিল করা হয়েছে, পাশাপাশি হাওড়া অভিমুখী প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে।
রবিবার ভোররাতে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের (Bankura Train Accident) বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। এ ঘটনায় ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে চলন্ত মাল ট্রেনের ভেতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিআর এম মনীশ কুমার দলসহ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ শুরু করা হয়েছে।
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ওয়াগনকে পেছন থেকে আরেকটি পণ্যবাহী ওয়াগন ধাক্কা দেয়। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মনীশ কুমার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পণ্যবাহী ট্রেনের চালক হয়তো ঘুমিয়ে পড়েছেন। তাই সে সংকেত দেখতে পায়নি।
বিষ্ণুপুরের দিকে ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি পণ্যবাহী ট্রেন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী আরেকটি পণ্যবাহী ট্রেন লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় (Bankura Train Accident)। বেশি গতির কারণে পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে যায় আরেকটির ওপর। লাইনচ্যুত হয়েছে একাধিক কোচ। এই দুর্ঘটনার ফলে দুটি মালবাহী গাড়ির মোট 13টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
এ বিষয়ে ডিআরএম সাংবাদিকদের বলেন, চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা (Bankura Train Accident) ঘটেছে। মনে হয় ভোর ৪টা নাগাদ চালকের ঘুম আসে। যে কারণে চালক সিগন্যাল দেখতে পাননি। সংকেত লাল ছিল। পয়েন্টটি লুপ লাইনের দিকে সেট করা হয়েছিল। সেখানে আরেকটি ওয়াগন দাঁড়িয়ে ছিল। চালক পেছন থেকে মালবাহী গাড়িটিকে ধাক্কা দেন।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ডিআরএম। দুর্ঘটনার কারণে ওভারহেড তার ভেঙে যায়। ফলে আদ্রা-খড়গপুর শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। শীঘ্রই আপ লাইনেও ট্রেন চলাচল করবে বলে জানান । তিনি আরও বলেন কয়েক ঘণ্টার মধ্যে ডাউন লাইনে ট্রেন চলাচল পুনরুদ্ধার করা হবে।
কয়েক সপ্তাহ আগে ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলো আজকের ভোর রাতের এই দুর্ঘটনা। ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বালাসোরের বাহঙ্গা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। সেই সময় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি পণ্য ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকেছিল। সেখানে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় করোমন্ডেলের ইঞ্জিন মাল ট্রেনের উপর উঠে যায়। বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊