WB Panchayat Election: সর্বদলীয় বৈঠকের ডাক নির্বাচন কমিশনের 

WB Panchayat Election


৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন জমা করার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। নির্বাচন ঘোষনার আগে সর্বদলীয় বৈঠক না ডাকায় বিরোধী সুর চড়ইয়েছে। এদিকে, নির্বাচন ঘোষনা হতেই একাধিক জায়গায় হিংসার ছবির উঠে এসেছে। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিল নির্বাচন কমিশন।



পঞ্চায়েত নির্বাচনের আগে, ১৩ জুন, সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।




বুধবার নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajib Sinha)। আর তারপরেই মনোনয়ন জমা নেওয়ার সময় নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। আদালতের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছে অন্যদিকে কংরেস কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে।




এদিকে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজীব সিনহাকে ডেকে পাঠান। সূত্রের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজ্যপাল বলেন, “মনোনয়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ মনোনয়ন যেন হয় সেদিকে নজর দিতে হবে। পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। কোনও মূল্যে অশান্তি বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার আমার সঙ্গে বৈঠক করেছেন। ভোট শান্তিপূর্ণ এবং অবাধ করতে সব রকমের পদক্ষেপ করা হবে।’’