টাকা নিয়ে টিকিট বিলির অভিযোগ বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের বিরুদ্ধে!
টাকা নিয়ে পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিট বিলি করার অভিযোগ কাঠগড়ায় বিজেপি বীরভূম জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই । সিউড়ি এক নং পঞ্চায়েত সমিতি তেরো নং আসনে বিজেপি পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছিল গৌরচন্দ্র দাস এবং রাজীব চ্যাটাজী । বহুদিন আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষমুহূর্তে রাজীবকে সিম্বল দেওয়া হয় বলে অভিযোগ গৌরচন্দ্রের । সেইঘটনা ঘিরে কুড়ি জুন রাতে ষাটনং জাতীয় সড়কের পাশে কয়েকমাস আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করা সিউড়ি বিজেপি জেলা কার্যালয় রনক্ষেত্র হয়ে ওঠে। শ্যামসুন্দর গড়াইকে ঘিরে হেনস্থার অভিযোগ উঠে গৌরচন্দ্র দাসের বিরুদ্ধে ।
গৌরচন্দ্র দাস বলেন, "মতবিরোধ হয়েছে হাতাহাতি হয়নি । নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বো না কারণ আমি বিজেপিকে ভালোবাসি।" সিউড়ি পৌরমন্ডলের সহসভানেত্রী দীপালি সাঁতরা পাল বলেন, "মন্ডল সভাপতি ভালো কাজ করছেন তার প্রমাণ আছে কিন্তু তাকে মানতে চাইছে না শ্যামসুন্দর গড়াই। ভুরকুনা, মল্লিকপুর, কড়িধ্যার জন্য শ্যামসুন্দর গড়াই যেগুলোকে প্রার্থী করেছে সেগুলো সব তুলে নিচ্ছে । এগুলো আগে থেকেই শিখানো ছিল যে তুলে নিয়ে টাকা কামাবো । এই ব্যবসাটা শুরু করেছে শ্যামসুন্দর গড়াই । জেলাপরিষদের জন্য এক লাখ আর পঞ্চায়েতের জন্য পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল তখন আমি বললাম আমি দিতে পারবো না খেটে খাওয়া সাধারণ মানুষ । ওর সঙ্গে থাকতে বলে তখন আমি বলি সেটা সম্ভব নয় আমি ওটার জন্য পার্টিতে নামি নাই । সেজন্য আমাকে টিকিট দিলো না । যে কোনোদিন বাড়ির বাইরে পা রাখেনি, কোনো মিটিং মিছিলে যাই নি তাকে টিকিট দিয়েছে। সেটাতে শ্যামসুন্দরদার হাত আছে নিশ্চয়ই টাকা খেয়েছে বলে দাড় করাচ্ছে।"
বীরভূম জেলা বিজেপি সহসভাপতি দীপক দাস বলেন, "সিউড়ি এক নং ব্লকের দায়িত্বে জেলা পদাধিকারী হিসাবে আমি ছিলাম । আমি নিজে সার্ভে করে দেখেছিলাম রাজীব চ্যাটার্জীর গ্রহনযোগ্যতা গৌরচন্দ্র দাসের থেকে বেশি তাই রাজীব চ্যাটাজীকে সিম্বল দেওয়া হয় । শ্যামসুন্দর এখানে কোনোভাবেই জড়িত নয় । টিকিট না পেলে ক্ষোভে সবাই এরকম বলে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল তখন এদের কাউকে খুঁজে পাওয়া যায়নি । শ্যামসুন্দর গড়াই বুক চিতিয়ে লড়াই করেছিল। শ্যামসুন্দর গড়াইয়ের নামে মিথ্যা বদনাম করা হচ্ছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল গৌরচন্দ্র দাস । বারো জুন সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল রাজীব চ্যাটার্জী । ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত সিউড়ি একনং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিল রাজীব চ্যাটাজী ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊