Latest News

6/recent/ticker-posts

Ad Code

Election: পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ফের নির্বাচন বাংলায়, রাজ্য সভার ৭ আসনে ভোট

Election: পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ফের নির্বাচন বাংলায়, রাজ্য সভার ৭ আসনে ভোট


Election



পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ফের নির্বাচন বাংলায়। রাজ্যের সাত আসনে নির্বাচন ঘোষনা হয়েছে। রাজ্য সভার সাত আসনে জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে। জাতীয় নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই কথা জানিয়েছে।




ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন ফাঁকা রয়েছে। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় সেই আসনটিও ফাঁকা রয়েছে। এই ছয় আসনেই হবে ভোট।




তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। এখন দেখার কি হয়। ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর তারপর ২৪শে জুলাই রাজ্য সভার এই আসন গুলোতে ভোট হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code