PM Kisan : প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি নিয়ে বড় পদক্ষেপ , জানুন বিস্তারিত  



Pradhan Mantri Kisan Mobile App
Pradhan Mantri Kisan Mobile App




মুখাবয়বের মাধ্যমে শনাক্তকরণের সুবিধা সহ প্রধানমন্ত্রী কিষাণ মোবাইল অ্যাপের (Pradhan Mantri Kisan Mobile App) সূচনা করেছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক উন্নয়ন মন্ত্রী  নরেন্দ্র সিং তোমর । কৃষকদের আয় বৃদ্ধির জন্য জনপ্রিয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’র (PM Kisan) আওতায় এই অ্যাপটি চালু করা হয়েছে । 

Pradhan Mantri Kisan Mobile App
Mobile App

আধুনিক প্রযুক্তি ব্যবহারের এক অনন্য উদাহরণ এই অ্যাপ। এতে মুখাবয়ব স্ক্যান করে কৃষকরা তাদের ইকেওয়াইসি (e-KYC) পূরণ করতে পারবেন । বাড়িতে বসেই কোনো ওটিপি বা আঙুলের ছাপ ছাড়াই কেবলমাত্র মুখাবয়ব স্ক্যান করে ইকেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কৃষকরা ।

দেশের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত হাজার হাজার কৃষক এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি সংস্থা ও কৃষি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন দিল্লির কৃষি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন । 

Pradhan Mantri Kisan Mobile App
Mobile App


কেন্দ্রীয় মন্ত্রী  নরেন্দ্র সিং তোমর  বলেন,
 "প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি (PM Kisan) ভারত সরকারের একটি সুসংহত ও উচ্চাকাঙ্খী প্রকল্প । এর বাস্তবায়নে রাজ্য সরকারগুলির ভূমিকাও সন্তোষজনক । এরফলে বর্তমানে এই প্রকল্পে ৮.৫ কোটি কৃষককে কেওয়াইসি পূরণের পর কিস্তির অর্থ প্রদান করা সম্ভব হবে । কৃষকরা যথাযথভাবে তথ্য পূরণ করে সুবিধা লাভ করতে পারবেন ।" 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির (PM Kisan) সুফল কেন্দ্রীয় সরকার কোনো মধ্যসত্ত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে । বর্তমানে কেবলমাত্র প্রযুক্তির সাহায্যেই এই বিপুল সংখ্যক কৃষককে সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে ।  যা একটি গুরুত্বপূর্ণ সাফল্য । ভারত সরকার এই অ্যাপটি তৈরি করায় কাজ আরও সফল হল । 


তিনি বলেন, এই প্রকল্পের (PM Kisan) জন্য যেন সর্বদাই প্রয়োজনীয় তহবিল মজুত থাকে, সেবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই জোর দিয়েছেন । অধিকাংশ কৃষক শীঘ্রই এই প্রকল্পের চতুর্দশ কিস্তি পাবেন।


প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি (PM Kisan) বিশ্বের অন্যতম বৃহত্তম ডিবিটি প্রকল্প । এর মাধ্যমে কৃষকরা তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে সরাসরি ৬০০০ টাকা করে পান । ইতিমধ্যে ১১ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৪২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে । যার মধ্যে ৩ কোটির বেশি মহিলা রয়েছেন । প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কোভিডের সময় যখন লকডাউন চলছিল, তখন কৃষকদের জন্য বিশেষ উপকারী হয়ে উঠেছিল । সরাসরি এই আর্থিক সহায়তা কৃষকদের কঠিন সময়ে আস্থা জুগিয়েছে ।

এই প্রথম ৮.১ কোটি কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রয়োদশ কিস্তির টাকা সফলভাবে প্রদান করা হয়েছে । নতুন এই অ্যাপটি ব্যবহার করা খুব সহজ এবং গুগল প্লে-স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে । এই অ্যাপ থেকে প্রধানমন্ত্রী কিষান অ্যাকাউন্ট ও এই প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ।

(inputs from PIB)