মোদির সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা Google CEO পিচাইয়ের

Google CEO and Modi


মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদীর। আর তারপরেই বড় ঘোষনা দিলেন পিচাই। গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষনা দিলেন তিনি।



নরেন্দ্র মোদীর জামানায় ডিজিট্যাল ব্যবস্থার উন্নতির ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমেরিকায় মোদির (PM Modi) সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।”



মোদির প্রশংসা করে পিচাই বলেন, “ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।”



মার্কিন সফরে গিয়ে শুধু গুগল সিইও পিচাইয়েই নন অ্যাপেল সিইও টিম কুক এবং রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গেও দেখা করেন মোদি।