Saayoni Ghosh : অবশেষে ইডি দফতরে হাজির সায়নী, কি বললেন তিনি?
তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) হাজির হলেন সিজিও কমপ্লেক্সে। ইডির (ED) তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সভানেত্রী সায়নী। শুক্রবার নির্ধারিত সময়ের আগেই ইডির (ED) সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন সায়নী। এদিন সকাল ১১.২৩ মিনিট নাগাদ ইডির দফতরে ঢোকেন সায়নী।
ইডির দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি। সায়নী (Saayoni Ghosh) বলেন, ‘আমাকে ৪৮ ঘণ্টার নোটিশে তলব করা হয়েছে। সশরীরে উপস্থিত হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসাবশত এই তলব। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’
উল্লেখ্য, ইডি (ED) তাঁকে তলব করেছে এবিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। গত কয়েকদিনে তাঁর গতিবিধির ব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মোবাইল চ্যাট ঘেঁটে সায়নী ঘোষের নাম পায় ইডি (ED)। যুব তৃণমূলের এই নেত্রীর (Saayoni Ghosh) ব্যাপারে তাই বিশদে জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই তাঁর ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তির খতিয়ান-সহ তাঁকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেফতারি হয়েছে রাজ্যে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একে একে গারদের পিছনে যেতে হয়েছে রাজ্য শিক্ষা দফতরের একাধিক শীর্ষ কর্তাকে।
সায়নীর (Saayoni Ghosh) ইডি দফতরে হাজিরা দেওয়া প্রসঙ্গে কুলুপ এঁটেছিল শাসক দলও। তৃণমূল সূত্রে খবর, দলের নেতাদের অনেকে চেয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী (Saayoni Ghosh)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊