Breaking News: ফের উত্তপ্ত দিনহাটা, দিনহাটার গীতালদহের জারি ধরলাতে মৃত ১ , আহত ৫

breaking



আবারো উত্তপ্ত দিনহাটা ১ নং ব্লকের গিতালদহের জারিধরলা, দরীবস গ্রাম। সোমবার ভোররাতে বাড়িতে ঢুকে গুলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।


ঘটনায় গুরুতর আহত ৫ জন এবং একজন মৃত, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।


এছাড়াও মৃত ব্যক্তি বাবু হকের দেহ পরে রয়েছে জারিধরলা দড়িবসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।


মন্ত্রী উদয়ন গুহ বলেছেন- বিজেপি নির্বাচনের আগে আক্রমণ করছে।


এখানে কোনও রাজনীতি নেই, টাকা লেনদেন নিয়ে লড়াই; গিতালদহের গুলিকাণ্ড নিয়ে দিনহাটায় বললেন শহর মণ্ডল BJP সভাপতি অজয় রায়।