WBCHSE HS EXAM 2024 Time Table: পাল্টে যাচ্ছে একাদশ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার অনেককিছু
আগামী বছর থেকে একাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি, প্রশ্ন, উত্তরপত্র, সমস্ত কিছুর দায়িত্বভার বিদ্যালয়গুলির। আজ উচ্চমাধ্যমিক ফল প্রকাশের সময় এমনটাই জানালো সংসদ। একই সাথে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে।
এতদিন একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংসদ প্রদান করতো। সকাল ১০ টা থেকে যেদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা হতো সেই দিন দুপুর ২ টা থেকে হতো একাদশ শ্রেণির পরীক্ষাও। আগামী বছর থেকে পাল্টে গেলো এই নিয়ম।
সংসদ সভাপতি আজ উচ্চমাধ্যমিক ফলাফল ঘোষণার সময় জানিয়েছেন, শুধুমাত্র একাদশ শ্রেণির নাম্বার বিদ্যালয়গুলিকে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে।
আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে । মনে করা হচ্ছে, আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে মাধ্যমিকের মতো এগিয়ে আনা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ।
Date (Latest) | Day | From 10:00 AM to 01:15 PM (Morning) |
---|---|---|
16/02/2024 | Friday | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
17/02/2024 | Saturday | #Health Care, #Automobile, #Organised Retailing, #Security, #IT and ITDS -VOCATIONAL SUBJECTS |
19/02/2024 | Monday | English ( B), Bengali ( B), Hindi (B), Nepali ( B)), Alternative English |
20/02/2024 | Tuesday | Economics |
21/02/2024 | Wednesday | Physics, Nutrition, Education, Accountancy |
22/02/2024 | Thursday | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, #Music, #Visual Arts |
23/02/2024 | Friday | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
24/02.2024 | Saturday | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
27/02/2024 | Tuesday | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
28/02/2024 | Wednesday | Biological Science, Business Studies, Political Science |
29/02/2024 | Thursday | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊