Latest News

6/recent/ticker-posts

Ad Code

padatik express: শিয়ালদহ গামী পদাতিক এক্সপ্রেস ইঞ্জিন বিকল, চরম দুর্ভোগে যাত্রীরা

Rail News: শিয়ালদহ গামী পদাতিক এক্সপ্রেস ইঞ্জিন বিকল, প্রায় 4 ঘন্টা পর ট্রেন পৌঁছালো জলপাইগুড়ি রোড স্টেশনে। চরম দুর্ভোগে যাত্রীরা।

padatik express




Rail News: ময়নাগুড়ি রোড ও নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের মাঝে ১২৩৭৮ ডাউন পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে রেল সূত্রে খবর।

সন্ধা ৭.৪০ এ রোড স্টেশন দাড়ানোর সময় থাকলেও ট্রেন সময় মতন রোড স্টেশনে এসে পৌঁছায়নি। অবশেষে নিউ কোচবিহারে থেকে ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা হলে সোমবার রাত ১১.৩০ টার নাগাদ রোড স্টেশন থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহ এর উদ্দেশ্যে রওনা দেয়।

jalpaiguri road station


অভিযোগ প্রায় 4 ঘন্টা পর জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন আশায় চরম দূর্ভোগে ট্রেনযাত্রীরা। এদিকে ট্রেনে থাকা যাত্রীদের অভিযোগ প্রায় আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা ধরে নিউ চারবান্ধা স্টেশন এবং ময়নাগুড়ি স্টেশনের মাঝে পদাতিক এক্সপ্রেস এভাবে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে জল এবং খারারের সমস্যার সম্মুখীন হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code