Latest News

6/recent/ticker-posts

Ad Code

গৃহশিক্ষক ছাড়াই জেলাতে সম্ভাব্য প্রথম জলপাইগুড়ির ছেলে ময়ূখ, ভবিষ্যতের পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার

গৃহশিক্ষক ছাড়াই জেলাতে সম্ভাব্য প্রথম জলপাইগুড়ির ছেলে ময়ূখ, ভবিষ্যতের পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার 


mayukh roy



CBSE দশম শ্রেণীর ফলাফলে নজর কাড়া সাফল্য আনলো জলপাইগুড়ি পান্ডাপাড়ার বাসিন্দা ময়ূখ। সে ৯৬ পারসেন্ট নাম্বার পেয়েছে।

জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ময়ূখ রায় । তার ইচ্ছে ম্যাডিক্যাল নিয়ে পড়া।

পড়াশোনা ছাড়াও সে আঁকতে বেশ ভালো বাসে। বাড়িতে বসেই তার মা ও বিদ্যালয়ের সাহায্য নিয়েই কোন রকমের গৃহশিক্ষক ছাড়াই এই ভালো সাফল্য আনতে পেরেছে বলে জানিয়েছে ময়ূখ ।

ময়ূখ বলে CBSE-তে পড়াশোনা নিয়ে কোন ভয় নাই। শুধু মন দিয়ে পড়লেই ভালো ফল করা যায়।

ময়ূখের মা মৌমিতা চক্রবর্তী রায় বলেন আমার ছেলে ম্যাডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায়। এরপর পড়াশোনা করার জন্য অনেক টাকার দরকার। যা আমাদের পক্ষে অসম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code